চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জার্মান ‘ক্লাসিকো’ হেরে বায়ার্নের স্বপ্ন ধূলিসাৎ

জার্মান কাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে ‘ডাবল’ জেতার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে বায়ার্ন মিউনিখের। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ‘জার্মান ক্লাসিকো’তে ২-৩ গোল হেরেছে কার্লো আনচেলত্তির দল।

বার্লিনে গত কাপ আসরের ফাইনালে টাইব্রেকারে ডর্টমুন্ডকে ৪-৩ গোলে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন।

গত সপ্তাহেই রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে বায়ার্ন। তবে বুন্দেসলিগায় হাতে চার ম্যাচ রেখে শিরোপা অক্ষুণ্ণ রাখার পথেই রয়েছে তারা। সেইসঙ্গে কাপ জিতে ঘরোয়া ‘ডাবল’ অর্জনের লক্ষ্য স্থির করেছিলেন কোচ আনচেলত্তি। কিন্তু বায়ার্নের ‘ডাবল’ জয়ের স্বপ্ন ধূলিসাৎই করে দিল ডর্টমুন্ড।

চলতি মাসের প্রথম দিকে বুন্দেসলিগার ম্যাচে বায়ার্নের কাছে ৪-১ গোল হেরেছিল ডর্টমুন্ড। তবে এদিন শুরু থেকেই স্বাগতিকদের মাঠে আধিপত্য দেখায় সফরকারীরা। ১৯ মিনিটে প্রথম লিড নিয়ে অ্যালিয়াঞ্জ অ্যারেনা স্তব্ধ করে দেন জার্মান জাতীয় দল তারকা মার্কো রিউস।

তবে বেশি সময় লিড ধরে রাখতে পারেনি ডর্টমুন্ড। ২৮ মিনিটে গোল শোধ করেন বায়ার্নের স্প্যানিশ তারকা জাভি মার্টিনেজ। ৪১ মিনিটে দ্বিতীয়বার লিড নিয়ে ডর্টমুন্ড আগের ম্যাচের কথাই স্মরণ করিয়ে দেয় ম্যাট হামেলস।

প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে গতি বাড়ায় ডর্টমুন্ড। ৬৭ মিনিটে সমতা ফিরিয়ে হোম সমর্থকদের চিন্তায় ফেলেন এমরিক ওবামেয়াং। পাঁচ মিনিট পর ওসমানি ডেমবালির বলে লিড নেয় ডর্টমুন্ড। এরপর মুহুমুহু আক্রমণ করেও আর গোল শোধ করতে পারেনি আনচেলত্তির শিষ্যরা। ফলে ‘ডাবল’ জয়ের স্বপ্ন বিসর্জন দিয়েই মাঠ ছাড়তে হয়।