চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জামায়াত যাতে স্বতন্ত্র প্রার্থীও হতে না পারে: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি

মুক্তিযুদ্ধের সময় সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত জামায়াতসহ যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণে আইনি বাধা রয়েছে বলে ইসির কাছে দাবি করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি।

জামায়াত ও হেফাজতে ইসলামের কারো সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার বিষয়েও আপত্তি রয়েছে তাদের। ইসি বলছে, কোনো প্রার্থীকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন থেকে দূরে রাখার আইনি সুযোগ তাদের নেই।

৫ দফা দাবি নিয়ে ইসির সাথে বৈঠক করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি। আদালতের রায়ে নিবন্ধন হারানো জামায়াতে ইসলামির কোনো সদস্য যাতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে না পারে সে বিষয়ে ইসিকে নজরদারীসহ আইনি বিধি নিষেধ আনার দাবি জানিয়েছেন সংগঠনটির প্রতিনিধিরা।

যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যদেরও নির্বাচন করার সুযোগ বন্ধের দাবি তাদের। আপত্তি হেফাজতে ইসলামের সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ নিয়েও।

ইসি বলছে, তাদের দাবির বিষয়গুলো নির্বাচনী আইনের সঙ্গে সংগতিপূর্ণ কি না খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ার বিপক্ষে মত দিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি।
বিস্তারিত ভিডিও রিপোর্টে: