চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জামায়াত নিয়ে এমাজউদ্দিনের বক্তব্য নাকচ করেছে বিএনপি

২০ দলীয় জোট থেকে জামায়াতকে বাদ দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে বিএনপি’র সঙ্গে ঘনিষ্ঠ বুদ্ধিজীবী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ যে মন্তব্য করেছেন, সেটি তার ব্যক্তিগত মত বলে মনে করছে বিএনপি।

জাতীয় ঐক্য নিয়ে দলের মহাসচিব জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিকদলের সঙ্গে এ নিয়ে আলোচনা হচ্ছে।

বিএনপি চেয়ারপরাসন বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের আহবান জানানোর পরপরই জামায়াতকে নিয়ে চিন্তা করার আহ্বান জানান বিএনপি’র সঙ্গে ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা।

মঙ্গলবার এক আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন আহমেদ বলেছেন, ২০ দলীয় জোট থেকে জামায়াতকে ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে সংবাদ সম্মেলনের মূল বিষয় ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের গুলশানের বাসভবন ছাড়তে আদালতের আদেশ বিষয়ে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু বিরোধীদল দমন নয় জঙ্গিবাদ নির্মূল করতে প্রয়োজন জাতীয় ঐক্যের।