চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জামায়াতের হরতালে জন জীবন স্বাভাবিক

অনলাইন ডেস্ক: জামায়াত নেতা
কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারাদেশে হরতাল ডেকেছে
জামায়াত ইসলাম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনও বাড়ছে রাজধানীর রাস্তায়। ট্রেন ও লঞ্চ
চলাচল স্বাভাবিক রয়েছে। মাঠে নেই হরতাল সমর্থক কোনো নেতা কর্মী।

রাজধানীর পল্টনে
হরতালের সমর্থনে জামাত-শিবিরের মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ এবং যানবাহন ভাঙচুর করা
হয়েছে। এসময় তাদের হামলায় বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্থ হয়।

মানবতাবিরোধী
অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের
রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদ-ের রায় বহাল রাখার প্রতিবাদে আজ মঙ্গল ও বুধবার হরতাল
ডাকে দলটি।

সোমবার সকাল সাড়ে
১০টায় জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে মৃত্যুদ-েররায়
বহাল রেখে রিভিউ আবেদন খারিজ হওয়ার বিষয়টিকে সরকারি ‘ষড়যন্ত্র’ বলে দাবি করা হয়।

বাংলাদেশ পুলিশের
২১ এসপিকে এডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।