চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জামালপুরে ত্রাণ লুট

জামালপুর শহরের মুকন্দবাড়ি এলাকায় ত্রাণের চাল ও আলু লুট করে নিয়েছে কর্মহীন হতদরিদ্ররা।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে লুটের এই ঘটনাটি ঘটে।

জামালপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল পাশা জানিয়েছেন, সকাল ১১টার দিকে সিংহজানী খাদ্য গুদাম থেকে ত্রাণের ৬শ’ প্যাকেট চাল ও ৬শ’ প্যাকেট আলু নিয়ে একটি ট্রাক বানিয়া বাজার আসছিল। শহরের মুকন্দবাড়ি এলাকায় কর্মহীন হতদরিদ্র নারী-পুরুষ মানুষ ট্রাক আটকিয়ে চাল ও আলু লুট শুরু করে। ত্রাণ সামগ্রী বহণকারী ট্রাকটি সেখান থেকে দ্রুত চলে যায়।

জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখওয়াতুল আলম মণি বলেন, পৌরসভার ২, ৪ ও ৬ নং ওয়ার্ডের কর্মহীন দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ১০ কেজি ওজনের ৬শ’ প্যাকেট চাল ও ৩ কেজি ওজনের ৬শ’ প্যাকেট সিংহজানী খাদ্য গুদাম থেকে নেয়ার পথে এই লুটের ঘটনাটি ঘটে।

বিক্ষুব্ধরা বলেন: বিভিন্ন জায়গায় বারবার ধর্ণা দিয়ে তারা আজ পর্যন্ত কোন ত্রাণ পাইনি। এক মাস থেকে আমরা না খেয়ে আছি। করোনার পর থেকে যার কাছেই যাই, তাড়িয়ে দেয়। আমাদের চাল দেয় না। আমাদের ভোটার আইডি কার্ড নিয়ে রাইখে দিছে ১ মাস থেকে। আমাদের কোনো চাল দেয় না।

তারা বলেন: ৩-৪ দিন থেকে না খেয়ে আছি। আমাদের কোনো চাল দেয় না। সব পাচার করে বিক্রি করে দিয়েছে। শেখ হাসিনা ঠিকই চাল দেয় কিন্তু আমাদের চাল দেয় না।