চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘জাভি-ইনিয়েস্তার বিদায়ে মেসির মেসি হওয়া থেমে গেছে’

অভিযোগ পুরনো- মাঝ মাঠের দুই নির্ভরযোগ্য সতীর্থ জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ে ধারহীন হয়ে পড়েছেন লিওনেল মেসি। কথাটা এতদিন খানিক আড়ালে-আবডালে বলা হতো, বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর যা প্রকাশ্যে বললেন বার্সার সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার হুয়ান কার্লোস হেরেদিয়া।

চ্যাম্পিয়ন্স লিগে বার্সার নাজুক অবস্থা, কিকে সেতিয়েনের বিদায় আর রোনাল্ড কোম্যানের দায়িত্ব পাওয়া, এসব নিয়ে দেপার্তিভো রেডিওর পক্ষ থেকে প্রশ্ন রাখা হয়েছিল প্রথমে আর্জেন্টিনা, পরে স্পেনের হয়ে জাতীয় দলে খেলা হেরেদিয়ার কাছে।

জবাবে বার্সার হয়ে কোপা ডেল রে বিজয়ী এ স্ট্রাইকার মেসিকে নিয়েই কথা বলেছেন বেশি, ‘জাভি-ইনিয়েস্তার বিদায়ের পর মেসি আর মেসি হয়ে উঠতে পারেনি। আমি তার মাঝে আগের মতো আর গতি দেখতে পাই না।’

‘মেসিকে এখন অনেক খেলা বানিয়ে দিতে হয়, তাকে গোল করতে হয়, ফ্রি-কিক নিতে হয়। ইউরোপিয়ান ফুটবলে বার্সেলোনার মতো একটা দলের দায়িত্বের বোঝা তাকে বয়ে বেড়াতে হয়। যেদিন মেসি খেলে না সেদিন বার্সাও খেলতে পারে না।’

বার্সার নতুন কোচ হিসেবে দুবছরের চুক্তিতে নাম লিখিয়েছেন রোনাল্ড কোম্যান। তার জায়গায় মেসির সাবেক সতীর্থ জাভির হাতে দলের দায়িত্ব উঠলে পরিস্থিতি অনেক ভালো হতো বলে মনে করেন হেরেদিয়া, ‘আমি বাজি ধরে বলতে পারি জাভি এলে পরিস্থিতি পাল্টে যাবে। কারণ সে ক্লাবটাকে সবচেয়ে ভালো জানে। কোম্যান কবে থেকে ভালো করা শুরু করবে সেই অবস্থায় বার্সায় এখন নেই।’

‘কোম্যান কবে ভালো করা শুরু করবে সেই অবস্থা পর্যন্ত অপেক্ষা করার সময় নেই বার্সার হাতে। তারা যখন সেতিয়েনকে কোচ করে আনলো, তখন আমার কোনো ধারণাই ছিল না যে এই লোকটা কে!’

বার্সা ছেড়ে মেসির ইন্টার মিলান কিংবা ম্যানসিটি চলে যাওয়ার গুঞ্জন উঠলেও আর্জেন্টাইন ফরোয়ার্ড কোথাও যাবেন না বলেই মত হেরেদিয়ার, ‘আমার মনে হয় না একটা ছেলে যে ১৩ বছর বয়স থেকে এখানে আছে, সে অন্য কোথাও গিয়ে শান্তি পাবে।’

‘যদি মেসিকে থাকতেই হয়, তাকে তার সেরাটা দিয়েই রাখতে হবে। বোর্ডকে এখন অনেক টাকা খরচ করতে হবে। মেসি কী চায় তার ইচ্ছা পূরণ করতে হবে।’