চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জাপা’র নমিনেশন বন্টনে কারও ভাগ বসানোর উপায় নেই: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন: অাগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে কে কে নমিনেশন পাবে তা নির্ধারণ করবে দলের চেয়াম্যান। এখানে কারও ভাগ বসানোর উপায় নেই। সুতরাং নমিনেশন বন্টন নিয়ে অযথা বিভ্রান্তি সৃষ্টি করবেন না।

বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে জাতীয় পার্টির দু’দিনের কর্মশালার শেষ দিনে এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন: দেশের বর্তমান অবস্থা পরিবর্তন করেই জাতীয় পার্টি ক্ষমতায় অাসতে চায়। জাতি এখন বধির হয়ে গেছে। কেউ মত প্রকাশ করতে পারছে না। এ অবস্থা থেকে উত্তরণে জাতীয় পার্টি ক্ষমতায় অাসবে। একমাত্র জাতীয় পার্টিই পারে মানুষকে কষ্ট থেকে মুক্তি দিতে। জাতীয় পার্টি কারও ওপর অত্যাচার করেনি বলেই টিকে অাছে।

তিনি বলেন: জনগণ অাওয়ামী লীগ ও বিএনপিকে অার ক্ষমতায় চায় না। তাই জাতীয় পার্টিকে ক্ষমতায় নিতে নেতাকর্মীদের কাজ করার অাহ্বান জানান তিনি।

‘মামলার ভয় পাই না, জনগণের জন্য প্রয়োজনে কারাগারে যাবো’ উল্লেখ করে এরশাদ বলেন: জনগণের নিরাপত্তা ও শান্তি দিতে চাই। জাতীয় পার্টি যে জনগণের নিরাপত্তা দিতে পারে তা আবারও দেখাতে চাই। জনগণ চায় জাতীয় পার্টি ক্ষমতায় যাক।