চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জান্নাতুল কেকার ‘ফ্রকের ঘেরে শৈশব’

বইমেলায় এসেছে জান্নাতুল কেকার কবিতাগ্রন্থ ‘ফ্রকের ঘেরে শৈশব’। এটি তার প্রথম কবিতাগ্রন্থ।

বইটি সম্পর্কে জান্নাতুল কেকা বলেন, এই একটি কবিতাই আমার আবাল্যের অনুভূতি থেকে এখনো আমার সঙ্গী। গল্প-কবিতা মিলিয়ে প্রায় পৌনে চারশ’ হারিয়ে যাওয়া আমার প্রিয় ‘ব্রাউন বাঁধানো খাতা’র লেখনির প্রতিনিধিত্ব করছে প্রথম কবিতাগ্রন্থটি। শৈশবের সাক্ষী হারালেও আমি এখনো ধারণ করে চলেছি আমার ‘আবাল্য শৈশব’। এরই ভিত্তিতে বর্তমান ও বহতা জীবনকে তুলে ধরেই এই কবিতাগ্রন্থ।

তিনি বলেন, জানি প্রতিটি ব্যক্তির কাছে তার ‘আবাল্য শৈশব’ তার পরম ধন। ইন্টারনেট-ভিডিও গেমস আর কম্পিউটার নির্ভর আজকের নতুন প্রজন্মের জীবন বহতায় ‘আবাল্য শৈশব’ চলার প্রেরণা যোগাবে নিশ্চিত।

জান্নাতুল কেকার বইটি প্রকাশ করেছে বেহুলা বাংলা প্রকাশনী। বই মেলায় ৪৬৯-৪৭০-৪৭১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।