চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জন্মদিনে রান আউট হলেন তামিম

আগের রাতের বৃষ্টি ও ম্যাচের দিনের মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখে বোলিং বেছে নেওয়া আয়ারল্যান্ড বাংলাদেশকে শুরুতে রাখে চাপে। প্রথম ৩৬ বলের ২৯টি থেকে কোনো রান বের করতে পারেননি তামিম ইকবাল ও লিটন দাস। চলে ডট বলের মহড়া।

বাংলাদেশের ওপেনারদের বোতলবন্দী করে রাখার পেছনে আইরিশ বোলারদের কৃতিত্বের পাশাপাশি রয়েছে উইকেটের আচরণগত প্রভাবও।

মেঘাচ্ছন্ন আবহাওয়া বোলারদের সুবিধা এনে দিলেও সময়ের সঙ্গে কাটতে শুরু করে প্রভাব। ৬ ওভারে ১৪ রান তোলা বাংলাদেশ পরের দুই ওভারে নেয় ১৬ রান। তামিম-লিটনরা থিতু হয়ে দ্রুত রান তুলতে শুরু করেন।

কিন্তু দলীয় দশম ওভারে ঘটে বিপত্তি। দলীয় ফিফটির আগে রান আউট হয়ে ফেরেন তামিম। জন্মদিনে আক্ষেপ নিয়ে তাকে ছাড়তে হয় মাঠ। ৩১ বলে চার বাউন্ডারিতে বাংলাদেশ অধিনায়ক করেন ২৩ রান।

এ প্রতিবেদন লেখার সময় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে এক ‍উইকেট হারিয়ে ৪২ রান। লিটন ১৮ রানে অপরাজিত আছেন।