চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জনশুমারী ও গৃহ গণনা ২০২১ সালে: পরিকল্পনা মন্ত্রী

আগামী ২০২১ সালে পরবর্তী জনশুমারী ও গৃহ গণনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য আলী আজমের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন: প্রতি দশ বছর পর পর জনশুমারী ও গৃহ গণনা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আগামী ২০২১ সালে আদমশুমারী ও গৃহ গণনা অনুষ্ঠিত হবে।

তিনি জানান: বাংলাদেশে সর্বশেষ ২০১১ সালে ‘আদমশুমারী ও গৃহগণনা ২০১১’ কার্যক্রম পরিচালিত হয়। ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন। এরমধ্যে পুরুষ ৭ কোটি ৪৯ লাখ ৮০ হাজার ৩৮৬ জন ও মহিলা ৭ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৯৭৮ জন।

মন্ত্রী আরও জানান: ২০১৩ সালে জাতীয় সংসদে ‘পরিসংখ্যান আইন, ২০১৩’ পাস হয় এবং এ আইন অনুসারে আদমশুমারীকে ‘জনশুমারী’ নামে অবহিত করা হয়েছে।