চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ছয় বছর পর জাতীয় লিগে চ্যাম্পিয়ন রাজশাহী

ছয় বছরের বেশি সময় পর জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ডিভিশন। টায়ার-১’র চারদিনের ম্যাচে বরিশালকে বৃহস্পতিবার ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি। আগের দুই বছর টানা চ্যাম্পিয়ন ছিল খুলনা।

রাজশাহী টস জিতে বরিশালকে আগে ব্যাটিংয়ে পাঠালে দলটি ৯৭ রানে অলআউট হয়। পাঁচ উইকেট নিয়েছিলেন মোহর শেখ। জবাবে রাজশাহী প্রথম ইনিংসে ১৬০ রান করে। বরিশাল ম্যাচে ফিরে আসে দ্বিতীয় ইনিংসে। আল-আমিনের ৯৭ এবং শামসুল ইসলামের ৫৬ রানে ভর করে দলটি ৩৪৬ রানের বড় সংগ্রহ পায়। তাতে রাজশাহীর সামনে ২৮৪ রানের টার্গেট দাঁড়ায়।

জুনায়েদ সিদ্দিকির অপরাজিত ১২০ রানে সেটি সহজে তুলে ফেলে দলটি। জহুরুল ইসলাম খেলেন ৬৪ রানের কার্যকরী ইনিংস। সাব্বির রহমান প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে চার রানে অপরাজিত থাকেন।

দুই ইনিংস মিলিয়ে ১৯৮ রান করা জুনায়েদ ম্যাচসেরা হয়েছেন।