চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ছোট হয়ে এলো অনূর্ধ্ব-১৯ দল

স্কিল ক্যাম্পে ২৮ ক্রিকেটার

৪৬ ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হয়েছিল অনূর্ধ্ব-১৯ দল গঠনের প্রক্রিয়া। ক্যাম্প শেষে মূল দল গঠনের জন্য ২৮ জনকে বাছাই করেছেন নির্বাচকরা। ১ অক্টোবর হেড কোচ নাভিদ নেওয়াজের অধীনে শুরু হবে চার সপ্তাহের স্কিল ক্যাম্প।

২৮ ক্রিকেটার নিজেদের মধ্যে খেলবে পাঁচটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ। পরে দল হয়ে যাবে আরও ছোট। ২০২২ বিশ্বকাপের মহড়াও শুরু হয়ে যাবে দল গঠনের পরপরই।

প্রাথমিক দলে আছেন গত বিশ্বকাপ স্কোয়াডে থাকা প্রান্তিক নওরোজ নাবিল। এছাড়া স্ট্যান্ডবাই থাকা মেহরব হাসান ও আশরাফুল ইসলাম সিয়াম এবারও আছেন প্রাথমিক দলে।

আগামী ২৮ সেপ্টেম্বর ২৮ ক্রিকেটারকে মিরপুরের ক্রীড়াপল্লীতে রিপোর্ট করতে বলেছে বিসিবি। ৩০ সেপ্টেম্বর হবে তাদের কোভিড-১৯ টেস্ট। যারা নেগেটিভ হবেন তারা ১ অক্টোবর যোগ দেবেন বিকেএসপির ক্যাম্পে।

আকবর-ইমন-শরিফুলরা দেখিয়েছেন বিশ্বজয়ের পথ। তাদের দক্ষতা ও অদম্য ইচ্ছাশক্তির কাছে পরাজিত হয়েছে শক্তিধর সব প্রতিপক্ষ। যুবাদের মঞ্চে বাংলাদেশের ‘চ্যাম্পিয়ন’ তকমা ধরে রাখার দায়িত্ব বর্তাবে বর্তমান দলটির উপর, যারা ২০২২ সালে খেলবে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে।

ওপেনিং ব্যাটসম্যান: মফিজুল ইসলাম, ইমন আলি, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল।

মিডল অর্ডার ব্যাটসম্যান: সাকিব শাহরিয়ার, সোহাগ আলি, মেহরব হাসান, আব্দুল্লাহ আল মামুন, মো. খালিদ হাসান, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ।

পেস বোলার: মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়েজিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, মোস্তাকিম মিয়া।

স্পিনার: আহসান হাবিব লিয়ন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম।

অলরাউন্ডার: মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, জাকারিয়া ইসলাম শান্ত।