চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রংপুরে চিকিৎসক পরিবারের অনন্য ছাদকৃষি

সার্বিক সুস্থতার জন্য ছাদকৃষি গড়ে তুলেছেন রংপুরের এক চিকিৎসক পরিবার। উদ্ভিদ আর ফল ফসলকে ঘিরেই জীবন পরিপূর্ণ হতে পারে বলে বিশ্বাস ওই পরিবারটির।

রংপুর শহরের সেন্ট্রাল রোডে ডা. আব্দুল হাকিমের পরিবারে পাঁচ সদস্যের সবাই পেশায় চিকিৎসক। অন্য মানুষের রোগ চিকিৎসা নিয়ে তারা ব্যস্ত থাকেন, আর নিজেদের জীবনের সার্বিক সুস্থতার জন্য এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র মনে করেন এই ছাদকৃষিকে।

গত বারো বছর ধরে সাজানো হচ্ছে দুই স্তরের এই ছাদকৃষি। দিনে দিনে বাড়ছে ফল ফসলের গাছ, বাড়ছে কৃষির সমৃদ্ধি। উদ্যোক্তা ডা. আব্দুল হাকীম জানান, শুরু থেকেই পরিকল্পিত কাঠামো ও জৈব কৃষির চর্চা রয়েছে এখানে।

গৃহকর্তার দেখাদেখি পরিবারের সব সদস্যই দিনে দিনে বুঝে গেছেন ছাদকৃষির উপযোগিতা।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে: