চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ছলচাতুরি করে খালেদা জিয়াকে আটকে রাখছে সরকার: ফখরুল

বিমান বিধ্বস্তে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি মহাসচিব

সরকার নানা ছলচাতুরি করে বিএনপি চেয়াপার্সন খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়াপার্সন খালেদা জিয়া এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এর মুক্তির দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় তিনি এমন অভিযোগ করেন।

ফখরুল বলেন, সরকার যতো ছলছাতুরি করুক না কেন আমাদের চেয়ারপার্সনকে আমরা মুক্ত করে আনবো। আমরা আইনি লড়াই চালিয়ে যাবো, একই সঙ্গে রাজপথে আন্দোলনেরও বিকল্প নেই। তবে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ।

খালেদা জিয়া বের হলে ক্ষমতাসীনদের মসনদ বানের জলে ভেসে যাবে বলেও হুমকি দেন ফখরুল।

তিনি বলেন, কয়েকটি মিডিয়া উদ্ভট সংবাদ করছে। গতকালও একটি পত্রিকায় পড়লাম, আমরা নাকি সমঝোতা প্রস্তাব নিয়ে কারাগারে ম্যাডামের সঙ্গে সাক্ষাত করতে গিয়েছিলাম। এরা এসব ভ্রান্ত তথ্য কোথায় পায় আমি জানি না! খালেদা জিয়াকে আমরা আইনি পদক্ষেপের মাধ্যমেই বের করে আনবো।

ফখরুল আরও বলেন, তবে আইন কোথায় আছে আজ দেশে? আইন তো তার মতো কাজ করছে না। তাই আমাদেরকে রাজপথে নামতে হবে।

খালেদা জিয়া জেলে যাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরো বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়েছে বলেও মন্তব্য করেন ফখরুল।

এসময় নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্তে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি মহাসচিব।