চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ছবিতে ডিরেক্টরস গিল্ড নির্বাচন

সকাল ৯টা থেকে শুরু হয়ে ‘ডিরেক্টরস গিল্ড’ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৫টায়…

২০২১-২২ মেয়াদের নেতৃত্ব ভার তুলে দিতে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছেন ছোট পর্দার নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’ এর সাধারণ সদস্যরা।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এ সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, যা শেষ হয় বিকেল ৫টায়। এরপর জানা যাবে, দুই বছর মেয়াদী ‘ডিরেক্টরস গিল্ড’ এর দায়িত্ব পাচ্ছেন কারা! নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এস এম মহসিন। সহকারি নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন নরেশ ভুঁইয়া ও মাসুম রেজা।

এদিন ভোট দিতে এফডিসে আসেন ছোটপর্দার পুরনো ও নতুন নির্মাতারা। পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার পাশাপাশি দিনভর আড্ডায় মেতে থাকতেও দেখা যায় তাদের।

দিনভর ‘ডিরেক্টরস গিল্ড’ নির্বাচনের প্রার্থী ও ভোটারদের কিছু মুহূর্তু থাকলো ছবিতে-

একসঙ্গে সভাপতি প্রার্থী তিন জন। অনন্ত হীরা, দীপু হাজরা ও সালাউদ্দিন লাভলু
লাকী ইনামের সঙ্গে হৃদি হক
লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন নির্মাতারা….
সাধারণ সম্পাদক প্রার্থী নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ
ভোট দিতে এফডিসিতে হৃদি হক, দীপংকর দীপন ও কচি খন্দকার
ভোট দিতে এসে গ্রুপ ছবিতেও অংশ নিতে দেখা যায় নির্মাতাদের
এফডিসিতে চলছে ভোট। খোশ মেজাজে প্রার্থীরা…
ভোটের এক ফাঁকে নির্মাতা নঈম ইমতিয়াজ, সোহেল আরমান, খোরশেদ আলম খসরু ও হৃদি হক
এফডিসিতে সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ

ছবি: নাহিয়ান ইমন