চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চ্যালেঞ্জ নেই, ভালো কাজগুলো এগিয়ে নিতে চাই: ঢাবির নতুন ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সাময়িকভাবে নিয়োগ পাওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, তার সামনে নতুন চ্যালেঞ্জ নেই, তিনি শুধু ভালো কাজগুলোকে এগিয়ে নিতে চান। উপাচার্যের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

অাখতারুজ্জামান বলেন: ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যার পরিচালনার বিধিবিধান এতই সুগঠিত যে নতুন করে কোন সমস্যায় পড়তে হবে না। সকলের সঙ্গে আলাপ-আলোচনা করে ভালো কাজগুলোকে এগিয়ে নিতে চাই।

তবে সবার আগে দায়িত্ব গ্রহণকে অগ্রাধিকার দিয়ে তিনি বলেন, ‘চাইবো যত দ্রুত সম্ভব দায়িত্ব নিতে। যাতে মহামান্য রাষ্ট্রপতির আদেশের কোন ধরনের ব্যত্যয় না ঘটে।’

দায়িত্ব গ্রহণ নিয়ে ধোঁয়াশা
নতুন ভিসি হিসেবে কবে দায়িত্ব গ্রহণ করছেন সে বিষয়টি এখনও স্পষ্ট হয়নি। তবে আনুষ্ঠানিক দায়িত্ব না নিলেও ক্যাম্পাসে এসে তিনি পুরোটা সময় ভিসি অফিসেই কাটিয়েছেন। রুদ্ধদার বৈঠক করেছেন সহকর্মীদের সঙ্গে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ ভিসি অফিসের কর্মকর্তারাও।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এনামুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন: আখতারুজ্জামান স্যার আমাকে ফোন করে আসতে বলায় আমি আসি। অন্যান্য কর্মকর্তারাও আসেন।

আরেফিন সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাত
গ্রামের বাড়ি বরগুনা থেকে ফিরে বিকেলে ক্যাম্পাসে পৌঁছেই আখতারুজ্জামান চলে যান ভিসি অফিসে। সেখানে কিছু সময় কাটানোর পর তিনি ভিসি বাঙলোতে বর্তমান ভিসি আরেফিন সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তারা দায়িত্ব হস্তান্তরের বিষয়ে কথা বলেন।

সূত্র জানায়, দায়িত্ব হস্তান্তরের ব্যাপারে অধ্যাপক আরেফিন সিদ্দিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, দশ তারিখে ক্যাম্পাস খুলবে। সেদিন হতে পারে।

রুদ্ধদ্বার বৈঠক
ভিসি বাঙলো থেকে বের হয়ে আখতারুজ্জামান আবারও চলে আসেন ভিসি অফিসে। এখানে তিনি কয়েকজন সহকর্মীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক মো. সামাদ, অধ্যাপক অহিদুজ্জামানসহ আরও অনেকে।

সূত্র জানায়, বৈঠকে উপস্থিত একাধিক শিক্ষক চেয়েছিলেন কোন আনুষ্ঠানিকতা ছাড়া মঙ্গলবারই আখতারুজ্জামান দায়িত্ব গ্রহণ করুক। কিন্তু শেষ পর্যন্ত সে পথে হাঁটেননি আখতারুজ্জামান। দায়িত্ব নেওয়ার বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমি নিয়োগের কাগজটি ভালোভাবে আগে পড়ার চেষ্টা করছি। যদি কোন নিয়ম নীতি থাকে তবে তা অনুসরণ করেই যত দ্রুত সম্ভব দায়িত্ব বুঝে নিতে চাই।

আরেফিন সিদ্দিকের ব্যক্তিগত জিনিসপত্র ওলটপালট

ভিসি অফিস থেকে আরেফিন সিদ্দিকের ছবিসহ বেশ কিছু ব্যক্তিগত জিনিসপত্র ওলটপালট করার অভিযোগ করেছেন তার ঘনিষ্টজনেরা। ভিসি চেয়ারের পেছনে তার বেশকিছু ব্যক্তিগত ছবি ছিল। এগুলো কে বা কারা উল্টে রাখে এবং সরিয়ে ফেলে। এছাড়া বেশকিছু কাগজ ও বইপত্রও ওলটপালট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ভিসি অফিসের কর্মকর্তা লিটন চ্যানেল আই অনলাইনকে বলেন: টেবিলে বেশ কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকায় তা পুনর্বিন্যাস করা হয়েছে।তবে ছবিগুলো কে বা কারা সরিয়েছে বা ফ্রেম উল্টে রেখেছে সে ব্যাপারে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন।