চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চোরাই ব্যালটের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে সরকার: ফখরুল

চোরাই ব্যালটের কথা বলে সরকার জনগণকে বিভ্রান্ত করছে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন: বিএনপি চোরাই ব্যালটে নয়, আসল ব্যালট দিয়েই ভোটে জয়লাভ করতে চায়।

বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, শত হামলা মামলার মাঝেও জনগণের সমর্থন আছে বলেই বিএনপি টিকে আছে। নিজেরাই ভোট কারচুপি করতে চোরাই ব্যালট পেপার ছাপানোর কথা বলছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার শেষ চেষ্টা করছে তারা।

তিনি আরো বলেন: ৩০ ডিসেম্বরের নির্বাচন ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথের আচরণ করছে। কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। তারপরও আমাদেরকে নির্বাচনে যেতে হবে।

ফখরুল বলেন: এসব সমস্যার মাঝেই টিকে থাকতে হবে। এ নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই মিলে দেশের গণতন্ত্রকে রক্ষার লড়াই চালিয়ে যেতে হবে। নির্বাচন সুষ্ঠু হলে আমাদের জয় কেউ ঠেকাতে পারবে না।