চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চোটকে বুড়ো আঙুল, ফাইনালে মুগুরুজা

ক্যারিয়ারের দ্বিতীয় উইম্বলডন সেমিফাইনাল খেলতে যখন কোর্টে নামলেন, গারবিনে মুগুরুজার বাম ঊরুতে বিশাল এক ব্যান্ডেজ দেখে চমকে গেলেন সকলে। একটাই প্রশ্ন, খেলা শেষ করতে পারবেন তো ফরাসি কন্যা? মুগুরুজা পেরেছেন। অনাহূত চোটকে পাত্তা না দিয়ে অসাধারণ এক জয়ে দ্বিতীয়বারের মত উইম্বলডনের ফাইনালে পৌঁছেছেন।

২৩ বছর বয়সী এই তারকা বৃহস্পতিবার চোটকে বুড়ো আঙুল দেখানোর দিনে হারিয়েছেন স্লোভাকিয়ান ম্যাগদালেনা রায়বারিকোভাকে। মাত্র ৬৪ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-১ সরাসরি সেটে ফাইনালের টিকিট কাটেন ২০১৬ ফ্রেঞ্চ ওপেন জয়ী মুগুরুজা।

অথচ নোভাক জোকোভিচের পরিণতি হতে পারতো মুগুরুজারও। বুধবার কাঁধের চোটে সার্বিয়ান তারকা দ্বিতীয় সেটেই টেনেছেন ম্যাচের ইতি।

প্রথমবারের মত উইম্বলডন জেতার স্বপ্নে বিভোর মুগুরুজার ফাইনালে প্রতিপক্ষ হতে পারেন ১৯৭৭ সালের পর প্রথম ব্রিটিশ নারী হিসেবে উইম্বলডনের সেমিতে ওঠা জোহানা কোন্টা অথবা ৯ বছর পর আবারও কোন গ্র্যান্ডস্লামের অপেক্ষায় থাকা ৩৭ বছর বয়সী ভেনাস উইলিয়ামস।