চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চেহারা স্ক্যান করে টয়লেট থেকে টিস্যু, এটিএম বুথে কার্ড ছাড়াই অর্থ

চীনের শ্যাংডং প্রদেশের জিনান শহরে স্থাপন করা হয়েছে বিশেষ এটিএম বুথ। যেখান থেকে দ্রুত গ্রাহকের ফেশিয়াল রিকগনিশন স্ক্যানের মাধ্যমে অর্থ উত্তোলন করা যাচ্ছে কোনো ধরণের এটিএম কার্ড ছাড়াই। এগ্রিকালচারাল ব্যাংক অব চায়না তাদের ৩টি বিশেষ বুথে এ সুবিধা দিচ্ছে।

গ্রাহক অর্থ জমা ও উত্তোলনের ক্ষেত্রে এই সুবিধা পাবে, এটিএম কার্ড বহন ও পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা নেই বলে জানিয়েছে ব্যাংকটির কর্মকর্তা জু ইয়ানরু।

এগ্রিকালচারাল ব্যাংক অব চায়নার পাশাপাশি চায়না মার্চেন্ট ব্যাংক ও কনস্ট্রাকশন ব্যাংক অব চায়নাও প্রযুক্তির প্রয়োগে এই সুবিধা দিতে শুরু করেছে। কার্ড চুরি, হ্যাক ও ক্লোনের ঝামেলা এড়াতে এই ব্যবস্থা জনপ্রিয় হচ্ছে বলে জানিয়েছে ওইসব ব্যাংকের কর্মকর্তারা।

২০১৫ সালে প্রথম সেনজেন শহরে এই সেবা চালু করেছিল চায়না মার্চেন্ট ব্যাংক। পরে তারা চীনের ১০৬টি শহরে ১০০০ বুথ স্থাপন করেছে।Facial Recognition ATM

এগ্রিকালচারাল ব্যাংক অব চায়না তার গ্রাহকদের এই প্রযুক্তি ব্যবহার করে দিনে সর্ব্বোচ ৪৫৭ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ তুলতে দিচ্ছে।

কিছু অসুবিধাও দেখা গেছে গ্রাহকদের মধ্যে এই প্রযুক্তির বুথগুলোতে। বয়স্ক লোকদের চেহারা স্ক্যানে কিছুটা ঝামেলা হয়, এছাড়া বহুদিনের অভ্যাস কার্ড ব্যবহার অনেকে ছাড়তে সাহস পাচ্ছেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে এইসব সমস্যা ও মানসিকতা পরিবর্তন হবে বলে জানিয়েছে স্মার্ট সিটি রিসার্চ সেন্টারের কর্মকর্তা ইয়ান গ্যান।

কিছুদিনের মধ্যে ফেশিয়াল রিকগনিশনের মাধ্যমে ব্যাংকিং অনেকটা মোবাইল ব্যাংকিংয়ের মতো জনপ্রিয় হবে বলে আশাকরছেন ইয়ান।

পুরো চীনেই নানা কাজে ব্যবহার হচ্ছে ফেশিয়াল রিকগনিশন। বেইজিংয়ের ‘টেম্পল অব হ্যাভেন’ তাদের টয়লেটের টিস্যু চুরি রোধে এ প্রযুক্তি ব্যবহার করছে। এই প্রযুক্তি জিনান শহরের বিভিন্ন সুপার মল, ট্রাফিক সেবায় ও ইভটিজারদের ধরতেও ব্যবহার হচ্ছে। এছাড়া কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাজিরাসহ নানা কাজে এই প্রযুক্তি ব্যবহার করছে।