চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনা রোগীর ফুসফুসে ‘সফল অস্ত্রোপচার’

ফুসফুসের সফল এক অস্ত্রোপচারের দাবি করেছেন ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালের ডাক্তারেরা।

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত এক রোগীর দুটি ফুসফুস একসঙ্গে প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে চেন্নাইয়ের মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল এমজিএম হেলথ কেয়ার।

এমজিএম হেলথ কেয়ারের কার্ডিয়াক সায়েন্সেসের ডিরেক্টর ও চেয়ারম্যান এবং হার্ট অ্যান্ড লাং ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের ডিরেক্টর ডাক্তার কেআর বালাকৃষ্ণনের নেতৃত্বে একটি চিকিত্‍‌সক দল এই অস্ত্রোপচার করেন৷

এই টিমে ডাক্তার সুরেশ রাও, ডাক্তার শ্রীনাথ, ডাক্তার অপর জিন্দলের মতো বিশেষজ্ঞরা ছিলেন৷

ভাইরাসে ফুসফুসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে ৪৮ বছর বয়সী দিল্লির গুরুগ্রাম ভিত্তিক ব্যবসায়ীর।

চিকিৎসকরা এনডিটিভিকে বলেছেন, সফল অস্ত্রোপচার হয়েছে। রোগীর নতুন ফুসফুস ঠিক মতো কাজ করছে।

ড: কে আর বালাকৃষ্ণান বলেছেন, রোগী ৮ জুন কোভিড-১৯ আক্রান্ত হন এবং তার ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিলো।

এর মধ্য দিয়ে এশিয়ার প্রথম দেশ হিসেবে করোনা রোগীর শরীরে ফুসফুস প্রতিস্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করল ভারত।