চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চেনা ছন্দে মরিনহোর ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে চেনাছন্দে ফিরল হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার রাতে স্টোক সিটিকে ৩-০ গোলে উড়িয়ে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধানও কমিয়েছে রেড ডেভিলরা।

ম্যাচ জিতেই সিটিকে ধরার হুঙ্কার দিয়েছেন ম্যানইউর ফরাসি ফরোয়ার্ড পল পগবাও। যদিও ওল্ড ট্র্যাফোর্ডে স্টোক সিটিকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা পেপ গার্দিওলার ম্যানসিটির চেয়ে এখনও ১২ পয়েন্ট পেছনে তারা।

ঘরের মাঠে ম্যাচের নবম মিনিটেই পগবার বাড়ানো বল ধরে দুর্দান্ত শটে প্রতিপক্ষের জালে জড়ান অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া। প্রথমার্ধের ৩৮ মিনিটে আবার স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করতে অবদান রাখেন সেই পাগবাই। এবার তার বাড়ানো বল থেকে গোল করেন জাতীয় দলের সতীর্থ অ্যান্থনি মার্সিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আবারও গোলের নেশায় মরিয়া হয়ে ওঠে ম্যানইউ। কিন্তু কিছুতেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছিল না ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত গোলমুখ খুঁজে পান রোমেলু লুকাকু। বেলজিয়ান তারকার গোলের পর ৩-০ জয় নিয়ে মাঠে ছাড়ে মরিনহোর শিষ্যরা।

২৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানসিটি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউর ৫০ পয়েন্ট। ৪৭ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল। সমান পয়েন্টে গোল পার্থাক্যে পিছিয়ে চারে চেলসি।