চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চুয়েটে পুরকৌশল খাতের অগ্রগতি বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স শুরু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট-এর পুরকৌশল অনুষদের উদ্যোগে তিন দিনব্যাপী ‘টেকসই উন্নয়নে পুরকৌশল খাতের অগ্রগতি’ বিষয়ক ৫ম আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ভার্চুয়ালি এ কনফারেন্স উদ্বোধন করেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে এবার কনফারেন্সটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

কনফারেন্স চেয়ার এবং পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর সুদীপ কুমার পালের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রবিউল আলমসহ অনান্য শিক্ষকরা।