চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘চুল নয়, বল দেখ’

ক্রিকেট বিশ্বে লাসিথ মালিঙ্গা প্রথমবার কাঁপন ধরিয়েছেন তার স্লিং অ্যাকশন দিয়ে। অদ্ভুত রকমের এই অ্যাকশনে ঘণ্টায় ৯০ মাইল বেগে আসা একেকটি ইয়র্কারে কুপোকাত হয়েছেন ক্রিকেট দুনিয়ার বাঘা সব ব্যাটসম্যান। তবে শচীন টেন্ডুলকার বলছেন, তিনি কাত হয়েছিলেন লঙ্কান পেসারের চুলে!

খ্যাতির তুঙ্গে থাকা অবস্থায় ধীরে ধীরে নিজের চুলেরও চেহারা পরিবর্তন করেন মালিঙ্গা। লঙ্কান পেসারের কাঁধ ছাপানো সেইসব বাহারি রঙে রাঙানো এলোমেলো চুলের কারণে বিভ্রান্ত হতেন ব্যাটসম্যানরা। মঙ্গলবার মালিঙ্গার ৩৫তম জন্মদিনে টুইটারে সেটাই জানালেন টেন্ডুলকার।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘যখন আমি তার(মালিঙ্গা) বিপক্ষে ব্যাট করতে আসতাম, তখন মনে মনে বলতাম… ওর চুল নয়, বল দেখ। শুভ জন্মদিন বন্ধু।’ -নিজের টুইটার অ্যাকাউন্টে এভাবেই মালিঙ্গাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি।

আন্তর্জাতিক ক্রিকেটে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) একসঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন টেন্ডুলকার-মালিঙ্গা। টেন্ডুলকার ক্রিকেট ছেড়ে এখন দলটির মেন্টর। গত আসরে খেলোয়াড় হিসেবে না খেলিয়ে বোলিং মেন্টর হিসেবে মালিঙ্গাকে নিয়োগ দিয়েছে মুম্বাই।