চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চুরি যাওয়া রোমান ভাস্কর্য আমদানির অভিযোগ কিমের বিরুদ্ধে

কিম কার্দাশিয়ানের বিরুদ্ধে অবৈধভাবে প্রাচীন একটি রোমান ভাস্কর্য ক্যালিফোর্নিয়ায় আমদানির অভিযোগ উঠেছে। ভাস্কর্যটি ইতালি থেকে চুরি হয়েছিল। অবশ্য পুরো বিষয়টি অস্বীকার করেছেন কিম কার্দেশিয়ানের মুখপাত্র।

এএফপির দেয়া তথ্যে জানা গেছে, আমদানিকারকের নাম-ঠিকানার স্থানে ‘কিম কার্দাশিয়ান ডিবিএ নোয়েল রবার্টস ট্রাস্ট ইন উডল্যান্ড হিলস, ক্যালিফোর্নিয়া’ লেখা ছিল। এর আগেও ‘দ্য নোয়েল রবার্টস ট্রাস্ট’ এর মাধ্যমে রিয়েল স্টেটের জন্য কেনাকাটা করেছেন কিম কার্দাশিয়ান ও তার সাবেক স্বামী কেনি ওয়েস্ট।

কিম কার্দাশিয়ান অবশ্য ভাস্কর্য কেনার বিষয়টি অস্বীকার করেছেন। তার মুখপাত্র সিএনএনকে বলেছেন, ‘আমরা মনে করছি এটা তার নাম ব্যবহার করে বেআইনি ভাবে আমদানি করা হয়েছে। তিনি এরকম কিছু কেনেননি, এই বিষয়ে কিছু জানেনও না। আমরা চাই এই বিষয়ে তদন্ত করা হোক।’

ধারণা করা হচ্ছে ভাস্কর্যটি রোম সাম্রাজ্যের প্রাথমিক অথবা মধ্য পর্যায়ের। ৫০০০ কেজি ওজনের এই ভাস্কর্যটি ২০১৬ সালের মে মাসে ইতালি থেকে চুরি হয়েছিল। সাড়ে ৭৪ লক্ষ ডলারের বিনিময়ে ক্যালিফোর্নিয়ায় আমদানি করা হয়েছে ভাস্কর্যটি। -ইন্ডিয়ান এক্সপ্রেস