চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কৃত্রিম দ্বীপে চীনের সামরিক শক্তি সহ্য করা হবে না: যুক্তরাষ্ট্র

সাউথ চীন সাগরে কৃত্রিম দ্বীপে চীনের সামরিকীকরণ সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সেক্রেটারি জেমস মাত্তিস। সিঙ্গাপুরে সেক্রেটারিদের এক বৈঠকে তিনি এ কথা বলেন।

এ ধরনের কাজ আঞ্চলিক অস্থিরতা তৈরি করবে বলেও তিনি উল্লেখ করেন।

এ বছর নর্থ কোরিয়ার ধারাবাহিক মিশাইল পরীক্ষার কারণে তাদের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরষিদের নিষেধাজ্ঞা বাড়াতে লক্ষ্য নির্ধারণের পরপরই জেমস মাত্তিস এই মন্তব্য করেন।

একই সঙ্গে তিনি নর্থ কোরিয়ার মিশাইল এবং পারমাণবিক কর্মাকাণ্ড প্রতিরোধে চীনের ভূমিকার প্রশংসা করেন।

বিবিসি জানায়, সমৃদ্ধ সাউথ চীন সাগর নিয়ে প্রতিদ্বন্দ্বী দেশগুলো মুখোমুখি অবস্থানে রয়েছে। এই অঞ্চলের দেশগুলো শত শত বিবাদে লিপ্ত রয়েছে। বছর ধরে কিন্তু সম্প্রতি উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

এই সাগরের দ্বীপে এবং পানিতে তাইওয়ান, চীন, ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েমিয়া এবং ব্রুনেই এর অধিকার রয়েছে বলে বলা হয়ে থাকে। কিন্তু চীন এখানে কৃত্রিম দ্বীপ তৈরি করে নৌ-সেনা মোতায়েন করেছে বলে অন্য দেশগুলো অভিযোগ করছে।

এ বিষয়ে গত বছর ফিলিপন্স আন্তর্জাতিক আদালতে চীনের বিরুদ্ধে মামলা করে। কিন্তু চীন এই বিচার মানবে না বলে জানিয়ে দেয়।