চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চীনের সামনে প্রবৃদ্ধির নতুন লক্ষ্যমাত্রা

চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপল’স কংগ্রেস (এনপিসি) ২০১৬ সালের জন্য প্রবৃদ্ধির লক্ষমাত্রা নির্ধারণ করেছে ৬.৫ থেকে ৭ শতাংশ। ভবিষ্যতে ‘কঠিন লড়াইয়ের’ সম্মুখীন হতে হবে বলে সতর্ক করে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং এই লক্ষ্যমাত্রা ঘোষণা করেন।

চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক এজেন্ডা ঠিক করার উদ্দেশ্যে বেইজিংয়ে ওই বার্ষিক সভার আয়োজন করা হয়।

বর্তমানে দেশটি অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্রম-ধীরগতির পাশাপাশি পণ্য উৎপাদন ও ভারী শিল্প ব্যবস্থার ওপর অতি-নির্ভরতা থেকে সরে আসার ফলে আশঙ্কাজনক ভবিষ্যতের মুখে আছে। এই অবস্থার মধ্যেই সমাধানের আশায় শুরু হলো সংসদ অধিবেশনটি।

এছাড়াও এনপিসি’র সভায় চীনের কমিউনিস্ট অর্থনৈতিক আদর্শ নির্ভর একটি পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদনের কথা রয়েছে।