চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চিরকুটের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় জড়িতদের শাস্তি দাবি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের সান্ধ্য কোর্সে চিরকুটের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার দুপুরে এ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু টাওয়ার পর্যন্ত গিয়ে শেষ হয়।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদারের নেতৃত্বে উপস্থিত ছিলেন ডাকসু নির্বাচন ১৯ এর ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমানসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

এদিকে অবৈধভাবে ভর্তি হওয়া ৩৪ জনকে অছাত্র ঘোষণাসহ তিন দফা দাবিতে দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে কোটা সংস্কার আন্দোলনের নেতারা।

তাদের অন্যদুটি দাবি: অবৈধ ছাত্রত্বে ডাকসু প্রতিনিধিদের পদ শূন্য ঘোষণা ও উপনির্বাচন দিতে হবে এবং ভিসি আখতারুজ্জামান ও ডিন শিবলী রুবাইয়াতকে পদত্যাগ করতে হবে।