চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চিকেন পক্সে বিলীন আমিরের বিশ্বকাপ স্বপ্ন

পাকিস্তানের ঘোষিত ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পাননি। তারপরও বিশ্বকাপে খেলার একটা সুযোগ ছিল মোহাম্মদ আমিরের। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করলেই মিলতে পারত বিশ্বকাপের টিকিট। আমিরের সেই আশায় জল ঢেলে দিয়েছে জলবসন্ত বা চিকেন পক্স। যার কারণে, আমিরের বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হল।

বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথম ম্যাচে থাকলেও ভাইরাস ইনফেকশনের কারণে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের দলে ছিলেন না আমির। একই কারণে ইংলিশদের বিপক্ষে মঙ্গলবার হতে যাওয়া তৃতীয় ম্যাচেও খেলতে পারবেন না বলে খবর। ইএসপিএন-ক্রিকইনফো জানাচ্ছে, আমিরের ভাইরাস ইনফেকশনটা আসলে চিকেন পক্স।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

অসুস্থতার কারণে আমির এখন আর দলের সঙ্গে থাকবেন না। তবে পরিবারের সঙ্গে লন্ডনেই থাকবেন। পাকিস্তানি এ পেসারের সেরে উঠতে কত সময় লাগবে সেটা এখনো পরিষ্কার নয়।

বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবি।

বিশ্বকাপে যদি খেলতে না পারেন, তাহলে ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করবেন আমির। স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞার কারণে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপ খেলতে পারেননি তিনি।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর থেকে বলে ধার কমেছে আমিরের। এই সময়ে ১৫ ওয়ানডে ম্যাচে (এরমধ্যে ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচও আছে) ১০১ ওভার বল করে উইকেট পেয়েছেন পাঁচটি। গড় ৯২.৬০।