চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চাঁদের দেখা মিললে শনিবার ঈদ

শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। না হলে রোববার পালিত হবে মুসলিম সম্প্রদায়ের এই উৎসব আয়োজন।

একমাস সিয়াম সাধনার পর রাজধানীসহ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় ঈদ উদযাপনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদে বিরোধীদলের নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আলাদা আলাদা বাণী দিয়েছেন।

রাজধানীতে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিত করতে সর্বক্ষণ থাকবে র‌্যাব ও পুলিশসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান।