চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চাঁদপুরে পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে সুতা

চাঁদপুরের পড়ে থাকা প্লাস্টিক থেকে তৈরি হচ্ছে প্লাস্টিক সুতা। এতে এলাকা যেমন পরিচ্ছন্ন হচ্ছে তেমনি দূষণমুক্ত হচ্ছে পরিবেশ।

চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে সুতা তৈরির কারখানাটি গড়ে উঠেছে। আনাচ-কানাচে পড়ে থাকা প্লাস্টিক সামগ্রী কুড়িয়ে আনে শ্রমিকরা। পরে মেশিনে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকানো হয়। এই প্লাস্টিকের টুকরো গলিয়ে তৈরি করা হয় কেঁকড়া সুতা।

এ কারখানার জন্য এখানে সেখানে পড়ে থাকা প্লাস্টিক সামগ্রী সংগ্রহ করায় পরিচ্ছন্ন হচ্ছে এলাকা।
কারখানায় কর্মসংস্থান হয়েছে প্রায় ৪০জন শ্রমিকের।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: