চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চলছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা, ভোটিংয়ে এগিয়ে বাংলাদেশের জেসিয়া

চীনে বসেছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসর। এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া ইসলাম।  চীনে জেসিয়া সারা বিশ্ব থেকে নির্বাচিত হওয়া মোট ১২০ জন প্রতিযোগীর সঙ্গে লড়ছেন।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অনলাইনে ভোটিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। আগ্রহী দর্শকরা সেখানে নিয়মিত ভোট দিচ্ছেন। অনলাইন ভোটিংয়ে এখনও এগিয়ে আছেন বাংলাদেশের জেসিয়া ইসলাম। তিনি পেয়েছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার দুই শত পঁচাত্তর ভোট যার শতকরা হার ৩০। অন্যদিকে শতকরা ১৯ ভাগ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন নেপালী সুন্দরী। শতকরা ৯ ভাগ ভোটে তৃতীয় অবস্থানে কেপ ভার্দের সুন্দরী।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ছবি
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ছবি

চাইলে বাংলাদেশিরাও জেসিয়াকে ভোট দিতে পারবেন। ওয়েবসাইটটির ঠিকানা হলো

[VOTE] Miss World 2017: Who should win?

প্রাপ্ত ফল থেকে খুঁজে নেওয়া হবে শীর্ষ ৪০ প্রতিযোগীকে। ১২০ দেশের প্রতিযোগীকে মোট ২০টি দলে ভাগ করা হয়েছে। জেসিয়া আছেন গ্রুপ সিক্সে। সেখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন কানাডা, ইথিওপিয়া, বতসোয়ানা, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার সুন্দরীরা।

প্রতিযোগিতার ফাইনাল আসর বসেবে ১৮ ই নভেম্বর। অন্যদিকে ভোট দেয়া যাবে ১৭ ই নভেম্বর মধ্যরাত পর্যন্ত।

সূত্র: মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ওয়েবসাইট।