চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘চরের কৃষিতে নারী: সমস্যা ও করণীয়’ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

চরের নারী কৃষকদের এগিয়ে নিতে বিশেষ প্রণোদনা প্রদান ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। একইসাথে চরের কৃষাণীদের কৃষি কার্ড প্রাপ্তিতে উদ্যোগ গ্রহণ করতে হবে।

বুধবার ১২ জানুয়ারি ন্যাশনাল চর অ্যালায়েন্স ও সমুন্নয়ের উদ্যোগে ‘চরের কৃষিতে নারী: সমস্যা ও করণীয়’ বিষয়ক এক আঞ্চলিক সংলাপে বক্তারা এ কথা বলেন।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আশরাফ। মাটির মায়ার সভাপতি অ্যাডভোকেট ময়জুল ইসলাম।

সভা পরিচালনা করেন ন্যাশনাল চর অ্যালায়েন্স এর সদস্য সচিব জাহিদ রহমান। সভায় বিভিন্ন চরের কৃষাণীরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ক্যাপ্টেন (অব) আজিজুল হক বীর প্রতীক।