চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চট্টগ্রামে জাতীয় পার্টির এক সমর্থককে গুলি করে হত্যা

চট্টগ্রামে বাঁশখালীর কাথারিয়ার বরইতলী ভোট কেন্দ্রে জাতীয় পার্টির এক সমর্থককে গুলি করে হত্যা করা হয়েছে।

দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এর আগে রাঙ্গামাটি ঘাগড়া উপজেলার কাশখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়াও নোয়াখালী-৩ বেগমগঞ্জের পূর্ব বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটের সরঞ্জাম লুট হওয়ায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

নির্বাচনের আগের রাতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামের পটিয়ায় একজন এবং লক্ষ্মীপুরে সদর উপজেলার দত্তপাড়ায় আরেকজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও নোয়াখালী-২ আসনের নাটেশ্বর ইবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় প্রিজাইডিং অফিসারসহ ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ওই ভোট কেন্দ্রের মালামাল লুটেরও অভিযোগ উঠেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।