চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চট্টগ্রামে চালের বাজার নিয়ন্ত্রণহীন

চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদ: চট্টগ্রামে চালের বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। গত বছর থেকে কেজি প্রতি ১২ টাকা বেড়ে মোটা চালের দাম এখন প্রায় ৪০ টাকা।

দামের সমন্বয়হীনতার জন্য উত্তরবঙ্গের মিল মালিক সিন্ডিকেট ও খাদ্য অধিদপ্তর চট্টগ্রামের শীর্ষ কর্মকর্তাদের দায়ী করছেন চাল ব্যবসায়ীরা।

চট্টগ্রামে চালের মোকাম পাহাড়তলী বাজারে মোটা চালের পাইকারি দাম এখন ৩৯ থেকে ৪০ টাকা। গত বছর এই দাম ছিলো ১৮ থেকে ২০ টাকা। জিরা শাইল ৫৩ টাকা, যা গতবছর থেকে ১৩ টাকা বেশি। মিনিকেট আতপ ৩৮ থেকে বেড়ে কেজি ৫২ টাকা। আর পাইজাম ৩৬ থেকে বেড়ে ৪৫।

১৫ দিনের ব্যবধানে বস্তা প্রতি চালের দাম ৫শ’ থেকে ৭শ’ টাকা বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকে ব্যবসায়ীরা। পাহাড়তলী চালের মোকামে দৈনিক দুই থেকে আড়াইলক্ষ চালের বস্তা মজুদ থাকার কথা থাকলেও বর্তমানে তা ১৫ থেকে ২০ হাজার বস্তায় নেমে এসেছে।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলামের বক্তব্য জানতে চাইলেও তিনি কথা বলতে চাননি। চালের বাজারে দ্রুতই স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের জরুরী হস্তক্ষেপ চেয়েছেন চাল ব্যবসায়ীরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: