চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চট্টগ্রামে একদিনে শনাক্ত ১১৪

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১১৪ জনের।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয় ১শ ২৯জনের। নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত সংখ্যা ৫৪ হাজার ৩শ ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুইদিনে করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানিয়েছেন, চট্টগ্রাম মহানগর ও উপজেলায় ঈদের পরিবর্তীতে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। শহর এবং উপজেলা পর্যায়ে করোনা সংক্রমণের হার প্রায় সমান।

এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান জানিয়েছেন, সিটি কর্পোরেশন এলাকাসহ চট্টগ্রাম জেলায় করোনা পরিস্থিতি এখনও সহনীয় পর্যায়ে রয়েছে। কিন্তু চট্টগ্রামের পাশ্ববর্তী সীমান্ত এলাকায় করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় দ্রুত চট্টগ্রাম শহর সহ উপজেলাগুলো ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করছেন তিনি।

এছাড়া করোনা মোকাবেলায় চট্টগ্রামে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণসহ জনসমাগম হয় এরকম বিভিন্ন পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার, হোটেল রেস্তোরাগুলো বন্ধ রাখা হয়েছে। নিয়মিত মোবাইকোর্ট পরিচালনাসহ জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করেছে বলেও জানান তিনি।