চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চট্টগ্রামে আরও একজন বাঁহাতি পেসার

মুমিনুলের বিকল্প রুয়েল

চোটের কারণে ছিটকে যাওয়া মুমিনুল হকের জায়গায় তরুণ বাঁহাতি পেসার রুয়েল মিয়াকে দলে নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। টিম ম্যানেজমেন্ট কয়েকদিন সময় নিয়ে ভেবে ব্যাটসম্যানের জায়গায় বোলার অন্তুর্ভূক্ত করেছে। মোস্তাফিজ-শরিফুলের পর দলটির তৃতীয় পেসার রুয়েল।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে তিন পেসারকে নিয়ে ১৬ সদস্যের স্কোয়াড গড়ে চট্টগ্রাম। দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম খেলছেন নিয়মিত। করছেন দুর্দান্ত বোলিং। সুযোগের অপেক্ষায় আছেন বিপ টেস্টে সর্বোচ্চ স্কোর তোলা কুমিল্লার ডানহাতি পেসার মেহেদি হাসান।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

চার ম্যাচের চারটিতেই জয় পাওয়া চট্টগ্রামের হয়ে নতুন বলে শুরু করছেন শরিফুল ইসলাম। পরে যোগ হচ্ছেন মোস্তাফিজুর রহমান। দুই বাঁহাতি পেসার মিলে ব্যাটসম্যানদের চাপে রাখছেন। টুর্নামেন্টে সর্বোচ্চ ১২ উইকেট ফিজের। সাত উইকেট নিয়েছেন শরিফুল।

দুইজনের সঙ্গে এবার স্কোয়াডে যোগ হলেন আরও এক বাঁহাতি পেসার। শনিবার মিরপুর একাডেমি মাঠের নেটে দলীয় অনুশীলনে করেছেন বোলিং। গাজী গ্রুপ চট্টগ্রামের ম্যানেজার সোহেল রানা নিশ্চিত করেছেন মুমিনুলের বিকল্প হিসেবে রুয়েলকে দলে নেওয়ার কথা।

১৯ বছর বয়সী রুয়েল যুব বিশ্বকাপে স্ট্যান্ডবাই খেলোয়াড় ছিলেন। সিলেটের এ পেসার ঘরোয়া ক্রিকেটে এ পর্যন্ত খেলেছেন ৪টি প্রথম শ্রেনির ম্যাচ, তিনটি লিস্ট ‘এ’ ও একটি টি-টুয়েন্টি।

গত বছর চট্টগ্রাম বিভাগের বিপক্ষে চার দিনের ম্যাচে ১৩ উইকেট শিকার করে রেকর্ড গড়েন। প্রথম ইনিংসে আট ও দ্বিতীয় ইনিংসে নেন পাঁচ উইকেট।