চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চক্রান্তের পথে না গিয়ে নির্বাচনে আসুন: বিএনপিকে নাসিম

চক্রান্তের পথে না হেঁটে বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, গণতন্ত্র হচ্ছে নির্বাচনের অবলম্বন। দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে অবশ্যই সংবিধানের নিয়ম অনুযায়ী সব দলকে জাতীয় নির্বাচনে অংশ নিতে হবে। 

মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন: ‘গণতন্ত্রের কথা আমরা যতই মুখে বলি না কেনো যদি কোনো দল নির্বাচনে অংশ না নেয় তাহলে আমরা ধরে নিতে পারি তারা গণতন্ত্রের শত্রু। কিভাবে নির্বাচন ভন্ডুল করা যায় সেই পায়তারায় বিএনপি চালাচ্ছে।’

তিনি বিএনপি’র প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো চক্রান্তের পথে না গিয়ে নির্বাচনে আসেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, নির্বাচন হচ্ছে রাষ্ট্রের পরিহার্য একটি উপাদান, কে আসবে আর কে আসবে না একান্তই তাদের দলের সিদ্ধান্ত।

কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে নাসিম বলেন: ‘বিএনপি কোটা সংস্কার নিয়ে মাঠে নেমেছে। অনেক দেশেই কোটা আছে। বাংলাদেশে সৃষ্টির পর থেকেই কোটা আছে। ইতিমধ্যেই শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, কোটা সংস্কারের ব্যাপারে একটু ধৈর্য ধরতে হবে। শেখ হাসিনা তরুণদের জন্য কাজ করেন, এজন্য তিনি দ্রুত কোটা সংস্কারের রিপোর্ট পেশ করার জন্য আহ্বান জানান।’

স্বাস্থ্যমন্ত্রী নাসিম এ সময় কেউ যেনো এই কোটা আন্দোলন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে। এজন্য কোটা সংস্কার কমিটি সদস্যদের কোটা সংস্কার রিপোর্ট দ্রুত পেশ করার আহ্বান জানান।

আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য আরও বলেন: ‘বাংলাদেশে জঙ্গি দমনের মধ্য দিয়ে শান্তির দ্বীপে পরিণত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার জন্য দেশের সার্বিক উন্নয়ন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে বিশ্বে। এজন্যই ১৪ দলসহ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনার আয়োজন করেছে। ১৪ দল তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে।’

আগামী ৩০ জুলাই ৩ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

‘২২জুলাই থেকে ১৪ দল ৩ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের পক্ষে হয়ে কাজ করবে। ১৪ দল আশা করে খুলনা ও গাজীপুর নির্বাচনের মতো সামনের যে সিটি করপোরেশনের নির্বাচন হবে এতে নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ। উন্নয়নের স্বার্থে জনগণ নৌকাকে বিজয়ী করবে।’