চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঘরের ছেলেকে কোচ করে ফেরাল চেলসি

ব্লুজদের ডাগআউটে ল্যাম্পার্ড

মউরিসিও সারির শূন্যস্থান পূরণে খুব একটা তোড়জোড় করতে দেখা যায়নি চেলসিকে। সাধারণত কোচ বদল করলে তার জায়গায় বিশ্বসেরাদেরই বসানোর চেষ্টা থাকে ব্লুজদের। এবার তেমনটা ঘটলো না। কারণ অবশ্য জানাই ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। ঘরের ছেলে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে এবার কোচ বানিয়ে স্টামফোর্ড ব্রিজে ফেরাল চেলসি।

ক্লাব ক্যারিয়ারের সেরা সময়টা চেলসিতেই কাটিয়েছেন ল্যাম্পার্ড। ১৩ মৌসুমে জিতেছেন ১১ শিরোপা। ক্যারিয়ারের শেষদিকে ম্যানসিটিতে খেললেও কখনোই মন থেকে মুছে যায়নি চেলসির স্মৃতি!

তবে চেলসির মতো দলের কোচ হতে যতটুকু অভিজ্ঞতা থাকা দরকার সেটা নেই ল্যাম্পার্ডের। পুরনো ক্লাবে ফেরার আগে একবছর ডার্বি কাউন্টিতে কোচিংয়ের দায়িত্ব সামলানোই ভরসা।

এ নিয়ে অবশ্য কোনো মাথাব্যথা বা ভাবনা নেই চেলসির। ল্যাম্পার্ডকে তিনবছরের চুক্তিতে দলে আনতে পেরেই বেশ খুশি ক্লাবটির পরিচালক মারিনা গ্রানোভস্কিয়া।

‘ফ্রাঙ্ককে হেড কোচ বানিয়ে দলে আনতে পেরে আমরা ভীষণ খুশি। সবশেষ মৌসুমে ক্লাবের কী অবস্থা সেটা তার ভালোই জানা। বর্তমান ফুটবলে সে সেরা তরুণ কোচদের একজন।’