চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

গ্রিজম্যানের ‘একুশ শতকের বিস্ময়ে’ বার্সার কাছে অ্যাটলেটিকো

লা লিগায় বার্সার সঙ্গে ব্যবধান কমাতে অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যান্থনিও গ্রিজম্যান ‘একুশ শতকের বিস্ময়’ উপহার দিয়েছেন। এই সময়ে লা লিগায় তিনি ছাড়া আর কেউ টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করতে পারেননি। সর্বশেষ বুধবার লেগানেসের বিপক্ষে দলের ৪-০ গোলের জয়ে সবকটি গোল তার!

এই সপ্তাহের আগে লা লিগায় মাত্র আটটি গোল ছিল গ্রিজম্যানের। রোববার সেভিয়ার বিপক্ষে ৫-২ গোলে জেতা ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন তিনি।

এই জয়ে পয়েন্ট টেবিলে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের থেকে এক ম্যাচ কম খেলে অর্থাৎ ২৫ ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় রিয়াল মাদ্রিদ।

গ্রিজম্যান প্রথমার্ধের ২৬তম মিনিটে প্রথম গোলটি করেন। ৯ মিনিট বাদে দ্বিতীয় গোল করেন। বাকি গোল দুটি করেন দ্বিতীয়ার্ধের ৫৬ এবং ৬৭তম মিনিটে।

এই নিয়ে সিমিওনের দল সব ধরনের প্রতিযোগিতায় টানা আট ম্যাচে জয় পেল।

লা লিগায় দিনের অন্য ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো বিলবাও। গেটাফে ৩-০ গোলে হারিয়েছে লা করুনাকে। ০-১ গোলের ব্যবধানে মালাগা হেরেছে সেভিয়ার কাছে। এইবার ১-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে।