চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গোল্ডেন গ্লোবে ‘নোম্যাডল্যান্ড’ ও ‘বোরাত’-এর জয়জয়কার

বিনোদন বিশ্বের অন্যতম সর্বোচ্চ সম্মাননা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৭৮ তম আসর অনুষ্ঠিত হয়ে গেল। এবারের আসরে জয়জয়কার ‘নোম্যাডল্যান্ড’ এবং ‘বোরাত’-এর। সবচেয়ে বেশি সংখ্যক মনোনয়ন পেয়েও ‘ম্যাংক’ ফিরেছে খালি হাতে।

ড্রামা ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ‘নোম্যাডল্যান্ড’ এবং কমেডি/মিউজিক্যাল ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘বোরাত সাবসিকুয়েন্ট মুভিফিল্ম’।

সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন ‘নোম্যাডল্যান্ড’-এর পরিচালক কোল ঝাও। গোল্ডেন গ্লোবের ইতিহাসে তিনি এই পুরস্কার পাওয়া দ্বিতীয় নারী।
এর আগে ১৯৮২ সালে বারবারা স্ট্রেইস্যান্ড জিতেছিলেন সেরা নির্মাতার পুরস্কার।

প্রয়াত চ্যাডউইক বোজম্যান ড্রামা বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ‘মা রেইনি’স ব্ল্যাক বটম’ ছবির জন্য।

টেলিভিশনে পুরস্কারের দিক দিয়ে এগিয়ে আছে ‘চিটস ক্রিক’, ‘কুইন্স গ্যামবিট’ এবং ‘দ্য ক্রাউন’।

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৭৮ তম আসরটি উপস্থাপনা করেছেন টিনা ফে এবং অ্যামি পোয়েলার। বিবিসি