চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গোল্ডেন গার্লের হাত ধরে এলো তৃতীয় স্বর্ণ

ভারতে আবারও উড়লো লাল-সবুজের পতাকা। এস এ গেমসের সাঁতারে মেয়েদের ফিফটি মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ পদক জিতে নিয়েছেন বাংলাদেশী সাঁতারু মাহফুজা খাতুন শীলা।

এসএ গেমস আসরে বাংলাদেশের জন্য তৃতীয় স্বর্ণ দখলে নেন মাহফুজা। এর আগে মেয়েদের হান্ড্রেড মিটার ব্রেস্টস্ট্রোকেও স্বর্ণ পদক জিতে নেন বাংলাদেশী সাঁতারু মাহফুজা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সোমবার ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জিততে রেকর্ড ৩৪.৮৮ সেকেন্ড সময় নিয়েছেন বাংলাদেশের এ সাঁতারু।

১৯ বছর আগে ১৯৯৭ সালে শ্রীলঙ্কার রহিমা মাইউমি ৩৪.৯৭ সেকেন্ডে স্বর্ণ জয় করেছিলেন। তার রেকর্ড ভেঙে নতুন টাইমিং স্থাপন করেন বাংলাদেশের নারী সাঁতারু শিলা।

সীমান্ত এবং মাহফুজা শীলার সাফল্যে এবারের আসরে এখন পর্যন্ত বাংলাদেশের অর্জন ১২টি ব্রোঞ্জ, দুটি রৌপ্য এবং তিনটি স্বর্ণ পদক।