চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গৃহ নির্মাণে সর্বোচ্চ ২ কোটি টাকা ঋণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় গৃহ নির্মাণে ব্যাংক থেকে নেওয়া সর্বোচ্চ ঋণসীমা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে গৃহ নির্মাণের জন্য সর্বোচ্চ ২ কোটি টাকা ঋণ নিতে পারবেন একজন গ্রাহক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।

বাংলাদেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ নিতে পারবেন। তবে গৃহ নির্মাণের ক্ষেত্রে মোট খরচের ৭০ শতাংশ সরবরাহ করবে ব্যাংক। বাকি টাকা সংগ্রহ করতে হবে গ্রাহককেই। এর আগে গৃহনির্মাণে সর্বোচ্চ ১ কোটি ২০ লাখ টাকা নিতে পারতেন একজন গ্রাহক।