চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গুলশান ডিসিসি মার্কেটে পাওয়া গেলো বাঘের চামড়া

একটি বাঘের চামড়া এবং বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীর চামড়া দিয়ে তেরি বেশ কিছু পণ্য উদ্ধার করেছে সিআইডি।

গুলশানের ডিসিসি মার্কেটে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করা হলেও কাউকে আটক করতে পারেনি অপরাধ তদন্ত বিভাগ।

দীর্ঘদিন ধরে জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার এবং মেছোবাঘসহ সুন্দরবনের বিপন্ন বেশ কিছু প্রাণীর চামড়া এবং চামড়া দিয়ে তৈরি সরাঞ্জম অবৈধভাবে বেচাকেনা চলে আসছে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে। সুন্দরবন থেকে ব্যবসায়ীরা এসব পণ্য এনে মজুদ করছে রাজধানী ঢাকাতে।

শুক্রবার পরিবাগে সিআইডির একটি অভিযানের পর থেকে বেরিয়ে আসছে সেসব তথ্য। শনিবার গুলশানের ডিসিসি মার্কেটে আরো একটি অভিযানে বাঘের চামড়া এবং চামড়ার তৈরি সরঞ্জাম উদ্ধার করে সিআইডি।

সংবাদ সম্মেলনে জানানো হয় শুক্রবার অভিযানে আটক দুই ব্যক্তির তথ্যমতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চলছে।

দুটি অভিযানে শাহবাগ এবং গুলশান থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দুটি মামলা করেছে সিআইডি।