চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গিনিতে ইবোলা ভাইরাসের সংক্রমণে মহামারি ঘোষণা

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আরও চারজন এই ভাইরাসে অসুস্থ হওয়ার পর মহামারি ঘোষণা করেছে দেশটি।

লাইবেরিয়া সীমান্তের কাছাকাছি একটি অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজনে অংশগ্রহণের পর সাত ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। তাদের ডায়রিয়া, বমি ও রক্তক্ষরণ হয়। দেশটিতে ইবোলা সংক্রমণের অবস্থা শনাক্ত করতে পরীক্ষা চালানো হচ্ছে এবং আক্রান্তদের আলাদা করতে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের পরিচালক ডাক্তার মাতশিদিসো মোয়েতি গিনিতে ইবোলার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। প্রতিবেশী দেশ লাইবেরিয়ায় প্রেসিডেন্ট দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। এর আগে ডিআরসি কঙ্গোতে ফেব্রুয়ারিতে ইবোলায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়।