চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দিঘীরপাড় এলাকার ডিভাইন ফেব্রিক্স লিমিটেড কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৪ টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সাভার, মির্জাপুর ও ডিবিএলসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কারখানাটির শ্রমিক স্বপন খান বলেন, নিজ তলায় ড্রায়িং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। দ্বিতীয় তলায় সুয়িং ফিনিসিং এবং তৃতীয় তলায় সুয়িং সেকশন। প্রতিটি কক্ষেই প্রচুর পরিমান ফেব্রিক্স আছে।

শুক্রবার কারখানায় কোন কোন সেকশন চালু ছিল, কতজন কারখানায় কাজ করছিল এসব বিষয়ে জানতে ওই কারখানার কতৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলে কাউকে পাওয়া যায়নি।