চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গণধর্ষণের বিচার চেয়ে বিক্ষোভ ও স্মারকলিপি

রাজধানীর কুড়িল বিশ্বরোডে নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মাইক্রোবাসে তরুণীকে গণধর্ষণের বিচার চেয়েছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন(বাগাছাস)।

বৃহস্পতিবার মায়মনসিংহের হালুয়াঘাটে সংগঠনের পক্ষ থেকে বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বিক্ষোভ শেষে আলোচনা সভায় বক্তারা হালুয়াঘাটের আদিবাসীদের পক্ষ থেকে এ জঘন্য অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পরে তারা উপজেলা নিবার্হী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন।

গত ২১ মে রাতে রাজধানীর কুড়িলে গারো মেয়েটিকে মাইক্রোবাসে তুলে গণধর্ষণ করে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। মেয়েটি কর্মস্থল থেকে বাসায় ফেরার জন্য বাসের জন্য দাঁড়িয়েছিলেন। সেসময় মাইক্রোবাসে আসা কয়েকজন তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে চলন্ত গাড়িতে ধর্ষণ করে।

ওই ঘটনায় জড়িত সন্দেহে তুষার ও লাভলু নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে র‌্যাব। পরে এ দুই ব্যক্তি ঘটনার দায় স্বীকার করে। বৃহস্পতিবার তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।