চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গণটিকা নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই: স্বাস্থ্য অধিদপ্তর

গণটিকা নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

রোববার কোভিড-১৯ নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি।

ডা. নাজমুল বলেন, ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকাদানের বিষয়ে জাতীয় পরামর্শক কমিটিসহ সংশ্লিষ্টদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

স্বাস্থ্যবিধি মেনে চললে করোনায় অনাকাঙ্খিত মৃত্যু রোধ করা সম্ভব হবে জানিয়ে তিনি বলেন, গত সপ্তাহে নমুনা পরীক্ষা ৪.৬৯ শতাংশ বেশি। পূর্ববর্তী সপ্তাহ থেকে গত সাত দিনে নমুনা পরীক্ষা বেশি, আর শনাক্ত কম হয়েছে।

শনাক্তের হার কম রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলেও মন্তব্য করেন ডা. নাজমুল ইসলাম।