চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

খোঁজ মিলল শিশুটির, তবে মৃত

দীর্ঘ প্রায় ২০ ঘণ্টা চেষ্টার পর অবশেষে নিখোঁজ শিশু সানজিদার (৬) মরদেহ খুঁজে পেয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

বুধবার বিকেলে খেলার সময়ে রাজধানীর
মহাখালীর দক্ষিণ পাড়ায় স্যুয়ারেজের ডোবায় পড়ে যাওয়া শিশুটির মরদেহ আজ বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়।

গতকাল রাজধানীর মহাখালি বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাড়ার খোলা জায়গায় খেলতে যায় সানজিদা। সঙ্গে ছিল আরো দু’জন। হঠাৎই খোলা ডোবায় পড়ে যায় সে।

স্থানীয়রা জানায়, শিশুগুলো ওই ডোবার পাশেই খেলছিল তখন হঠাৎ করেই সানজিদা ডোবার মধ্যে পড়ে যায়। পরে অন্য শিশুরা গিয়ে বাসায় জানায় তার কথা। পরে সবাই দৌঁড়ে এসে তাদের উদ্ধারের চেষ্টা করে।

শিশুটিকে উদ্ধারে সন্ধ্যায় অভিযানে নামে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। ময়লা পানিতে নেমে উদ্ধারের চেষ্টা চালায় তারা। তবে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও শিশুটির সন্ধান পায়নি ডুবুরিরা।

রাত ১২টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করে। আজ সকালে আবার উদ্ধার কাজ শুরু করা হয়। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোজাম্মেল হক বলেন, বাচ্চাটা খুবই ছোট আর পানিটাও খুব ময়লা। এ জন্য ওকে খুঁজে পেতে সমস্যার মধ্যে পড়তে হয়।