চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

খুলনা বেতারের আধুনিকায়নে নানা উদ্যোগ

খুলনা বেতারের ডিজিটালাইজেশনের কাজ এগিয়ে চলেছে, কিন্তু কর্মরতদের অনেক দাবি ও প্রত্যাশা পূরণ হয়নি। সরকারি গণমাধ্যমের কর্মী হিসেবে গৌরব থাকলেও জীবন-যাপনে পিছিয়ে রয়েছেন তারা। সে সঙ্গে বেতারের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণেরও দাবি রয়েছে তাদের।

১৯৭০ সালের ৪ ডিসেম্বর খুলনার গল্লামারির ছোট্ট এক ভবন থেকে যাত্রা শুরু হয়েছিল খুলনা বেতারের। ১৯৭৯ সালের ১লা জুলাই আসে নূরনগরের এই স্থায়ী ঠিকানায়।

২০০৯ সাল থেকে এফএম এবং ২০১২ সাল থেকে ডিজিটাল প্রযুক্তিতে চলছে বেতারের কার্যক্রম। যুগের সাথে তাল মিলিয়ে বেতারের কার্যক্রমকে ডিজিটাল এ রূপান্তর করতে শুরু হয়েছে নানা উদ্যোগ।

কিন্তু বেতারের দীর্ঘদিনের কর্মীদের রয়েছে অনেক না পাওয়া আর প্রত্যাশার ফিরিস্তি। প্রশিক্ষণ, কারিগরী উৎকর্ষ বাড়ানোর পাশাপাশি পুরনো যন্ত্রপাতি সংরক্ষণেরও দাবি রয়েছে তাদের।

খুলনা বেতারের আধুনিকায়নের ব্যাপারে নানা উদ্যোগের কথা জানিয়েছে বিভাগয়ী প্রশাসন।

বর্তমানে খুলনা বেতারের ৮৮.৮, ৯০, ১০০.৮, ১০০.২ এই চারটি এফএম তরঙ্গ চালু রয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে