চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার বিএনপির অবস্থান কর্মসূচি

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীতে ‘অবস্থান কর্মসূচি’ করবে দলটি।

জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচিতে অংশ নেবেন দলটির নেতাকর্মীরা। দেশব্যাপী সকল জেলা, মহানগর, থানা ও উপজেলায়ও স্থানীয় সুবিধানুযায়ী এক ঘন্টার অবস্থান কর্মসূচিও পালিত হবে।

সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা এবং কারাগারে বন্দী রাখা সরকারের নির্দেশেই সম্পন্ন করা হয়েছে বলেই জনগণ বিশ্বাস করে। রাজনীতির মাঠ সন্ত্রাসী শক্তিতে দখলে নেয়ার জন্য সরকার যেভাবে মরিয়া হয়ে উঠেছে বেগম জিয়াকে বন্দী করা তারই বহি:প্রকাশ।’

দেশব্যাপী বিএনপি ‘শান্তিপূর্ণ’ মানববন্ধনে গ্রেপ্তার ও হামলা হয়েছে বলেও অভিযোগ করেন দলটির এই নেতা।

কেন্দ্রীয়ভাবে ঢাকায় এই কর্মসূচি পালনের সময়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেন রিজভী। সারা দেশে এই গ্রেপ্তারের সংখ্যা ৮৫ জন বলে জানান তিনি।